ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

শ্রীপুরে তীব্র তাপদাহে তরমুজের পর এবার বাঙ্গির দাম বাড়িয়ে বিক্রি

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় তীব্র তাপদাহে তরমুজ কেজিতে বিক্রির পর এবার বাঙ্গির  দাম বাড়িয়ে বিক্রি করছেন ভাসমান ফল ব্যবসায়ীরা । আজ বুধবার ( ২৮ এপ্রিল) দুপুরে এমন চিত্র চোখে পড়ে মাওনা চৌরাস্তা  ফ্লাইওভারের নিচে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি একটি ভাসমান ফলের দোকানে। এখানে প্রতি পিস ছোট আকৃতির বাঙ্গি  ৬০থেকে ৭০ টাকা বিক্রয় করতে দেখা যাচ্ছে। ভাসমান ফল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, মহামারী করোনা ভাইরাসে লকডাউনের কারণে অন্যদিকে তীব্র তাপদাহেও মাহে রমজানে ইফতারিতে বাঙ্গি একটি ভালো ফল  কৃষক পর্যায়ে দাম বেশি দাম বেশি পড়ায় তারা বাড়িয়ে বিক্রি করছেন। টেপিরবাড়ী গ্রামের বাঙ্গি কিনতে আসা আব্দুর রাজ্জাক জানান , তিনি ছোট আকৃতির পাঁচটি বাঙ্গি কিনেছেন ইফতারিতে খাওয়ার জন্য ৩০০ টাকা দিয়ে তিনি আরো জানান কৃষক পর্যায়ে থেকে কাঁচা বাঙ্গি ক্রয় করে ১০ থেকে ১২ টাকা পিস রাসায়নিক দিয়ে পাকিঁয়ে তারা এই তীব্র তাপদাহে সুযোগে পেয়ে  বেশি দামে বাঙ্গি বিক্রি করছে। মাওনা চৌরাস্তা একজন আড়তদার জানান, আমাদের এখান থেকে বাঙ্গি কম দামে কিনে তারা যদি বাঙ্গি বাড়িয়ে বিক্রি করে এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানানোর প্রয়োজন।

ads

Our Facebook Page